সরকারিসহ সব চাকরিতে প্রবেশের বা আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র সমাজ। রবিবার রাত ৮ টায় জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
তাদের দাবি দশম জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় পরপর তিনবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর রাখার সুপারিশ করা হলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা বলেন, আমরা ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে চাকরিতে বয়সসীমা ৩৫ করার লক্ষ্যে দেখা করেছি, আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার অনুযায়ী অতি শিগগিরই আমাদের এই দাবি মেনে নেবে। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আমাদের দাবির যৌক্তিক জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন।