বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তাকে গুম করে ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হয়েছিল।
বুধবার রাত সোয়া ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি এ বিষয়টি জানিয়েছেন।
নাহিদ লিখেছেন, ‘আমাকে গুম করে ২৪ ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই কথিত আয়নাঘরে। স্বাধীন বাংলাদেশে আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না।’
উল্লেখ্য গুম করা ব্যক্তিদের বন্দিশালা মিডিয়ায় আয়নাঘর নামে পরিচিতি পায়, এবং আয়নাঘর ডিজিএফআইয়ের বন্দিশালার ছদ্মনাম হিসেবে শোনা যায়।শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ইতিমধ্যে বেশ কয়েকজন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন।যদিও ডিজিএফআই কর্তৃপক্ষ বলেছে ঢাকায় ডিজিএফআইয়ের আয়নাঘরের কোন অস্তিত্ব নেই।