দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল (সা.)।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সিরাত মাহফিল।
জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সিরাত মাহফিলে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওলামা মাশায়েখ।
আয়োজিত মাহফিলে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন বলে জানা গেছে সময়ের অন্যতম আলোচিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। এ ছাড়াও হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক থাকতে পারেন বলে জানিয়েছেএকটি সূত্র।
সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে সিরাত মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা এবং সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির জন্য শেড নির্মাণ করা হয়েছে যেখানে একত্রে ৬০ হাজারেরও বেশি মানুষ বসতে পারবেন।
মাহফিলে আগত মানুষের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকিল্লাহ শাহে জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের আল জাবির আল মাদানী।
এবং বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা হাফেজ মাওলানা আমির হামজা ও আলোচিত কিছু মুখ চমক হিসেবে থাকবেন বলে জানা গেছে।