1. info.educationtimes24@gmail.com : EducationTimes24 : Education Times
  2. info@www.educationtimes24.com : Education Times 24 :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সদস্য হতে লাগবে নির্দিষ্ট শিক্ষা যোগ্যতা বুয়েটে চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ মার্চের মধ্যে ফল প্রকাশ ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নে অসঙ্গতি, ভর্তিচ্ছুদের আশ্বস্ত করলেন উপাচার্য সেভেন সিস্টারসকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করে ভারত: সারজিস আইডিয়াল ল’ কলেজে এলএলবি (ফাইনাল) ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীদের ‘বিদায় ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত আইডিয়াল ল’ কলেজে এলএলবি (ফাইনাল) ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ‘বিদায় ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত কিউএস র‍্যাঙ্কিংয়ে স্থান পেল দেশসেরা পাচঁ পাবলিক বিশ্ববিদ্যালয় এনটিআরসিএর ওয়েবসাইট জাল, ভুয়া সুপারিশপত্রে অসংখ্য এমপিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, পড়ানো হবে প্রোগ্রামিং–নেটওয়ার্কিং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার ৬.৮৪ শতাংশ

নাহিদ ইসলামের সম্মাননা প্রত্যাখান, সংবাদ সম্মেলনে যা বললেন ডিন

এডুকেশন টাইমস টোয়েন্টিফোর
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপদেষ্টা নাহিদ ইসলামের সম্মাননা প্রত্যাখানের বিষয়ে জবাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের দুই ডিন।খবর দেশ রুপান্তরের

গত শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষে শিক্ষার্থীদের এক দাবির জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তার সম্মাননা প্রত্যাখ্যান করার ঘটনায় দুই ডিন প্রতিক্রিয়া জানান।

মঙ্গলবার (১৫অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কমলেশ চন্দ্র রায় জানান, সেদিনের ঘটনায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হয়েছে। এবং এর আগে কলা অনুষদের ডিন অধ্যাপক শফিকুর রহমান নাহিদের সম্মাননা প্রত্যাখান করার বিষয়টিকে নিয়ে বলেন, নাহিদের এ আচরণ শিশুসুলভ।

কুড়িগ্রামের দুই কলেজে শতভাগ ফেলকুড়িগ্রামের দুই কলেজে শতভাগ ফেল
সংবাদ সম্মেলনে অধ্যাপক কমলেশ চন্দ্র রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসের একটি সুন্দর আলোচনা চলাকালীন প্রশ্ন উপস্থাপন করে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি মনে করি। এর মাধ্যমে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয়েছে। উদ্ভুত পরিস্থিতি আমার শিক্ষকতা জীবনে অত্যন্ত অপমানজনক একটি ঘটনা।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে আমার সংশ্লিষ্টতা থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ওই সংগঠনের সঙ্গে সকল কার্যক্রম হতে নিজেকে প্রত্যাহার করি। পাশাপাশি আমার বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীকে যেকোনো রাজনৈতিক বিষয়ে সম্পৃক্ততার বিষয়ে সতর্ক করেছি। আমার শিক্ষকতা জীবনের দীর্ঘ ২৩ বছরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা ছিলো না।’

বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয় প্রশ্ন করা হলে তিনি জানান, ‘বঙ্গবন্ধু পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন বলে আমি জানতাম। আমার সহকর্মী গণিত বিভাগের শিক্ষক ও আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি মশিউর রহমানের জোরাজুরিতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হয়েছিলাম।’

ইসির ৬ কর্মকর্তাকে বদলিইসির ৬ কর্মকর্তাকে বদলি
এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক শফিকুর রহমান এ ঘটনার প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে বলেন, ‘আবু সাঈদ শহীদ হওয়ার পর সর্ব প্রথম কলা অনুষদ শোক প্রস্তাব জানিয়েছিলো। আবু সাঈদ শহীদ হওয়ার পর কলা অনুষদের ডিন জানাজায় ছুটে গিয়েছিলো। আজকে কলা অনুষদের ডিনের দিকে আঙুল তুলে অসম্মান করা হলো। ব্যক্তি আর অনুষদের ডিন দুইটা আলাদা বিষয়।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অনুষদের ডিনকে অসম্মান করা মানেই গোটা অনুষকে অসম্মানিত করা। আজকে কলা অনুষদকে মঞ্চে তুলে অসম্মানিত করা হয়েছে। একজন শিক্ষার্থীর বক্তব্য শুনে কোনোরূপ যাচাই-বাছাই ছাড়াই উপদেষ্টা নাহিদের সম্মাননা স্মারক প্রত্যাখান করা অত্যন্ত শিশুসুলভ কাজ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদের এই অসম্মানে আমি ভীষণ মর্মাহত।’

উল্লেখ্য, বিগত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। একই মঞ্চে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন শফিকুর রহমান ও বিজ্ঞান অনুষদের ডিন কমলেশ চন্দ্র রায়কে সম্মাননা প্রদান করায় ওই দুই ডিনের বিষয়ে আপত্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আপত্তির মুখে নিজের সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত